ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

সেগুনবাগিচায় ছাদ থেকে পরে শিশু আহত


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সেগুনবাগিচায় ছাদ থেকে পরে শিশু আহত

 

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর সেগুনবাগিচায় ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তানজিরা রহমত (৬) নামেরএক কন্যা শিশু গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সোমবার দুপুর১২টায় ১০/সি সেগুনবাগিচা ভাড়া বাসায় এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায়
উদ্ধার করে পৌনে১টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। 

চাচা মঞ্জুরুল জানান,তানজিরার মা ছাঁদে কাপড় শুকানোর সময় বাচ্চাটিও ছাদে খেলা করতে ছিল। এক পর্যায়ে শিশুটি ছাদের রেলিং ধরে নিচে পড়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ওয়ানস্টপ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

চাঁদপুর সদর মমিন বাড়ি এলাকায়   রহমত উল্লাহের মেয়ে তানজিরা।

বর্তমানে ১০/সি সেগু নবাগিচা ছয়তলা ভবনের ছাদ সংলগ্ন ফ্লাটে ভাড়া বাসায় থাকে১ভাই১বোনের মধ্যে সে বড়।


   আরও সংবাদ