ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীর শান্তিনগরে এক নারীর রহস্যজনক মৃত্যু।


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীর শান্তিনগরে এক নারীর রহস্যজনক মৃত্যু।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন থানা দিন শান্তিনগর পীর সাহেবের গলিতে রাস্তার উপর থেকে সোনিয়া আফরোজ (২৩) নামের এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকলে উদ্ধার করে

সোমবার সকাল সোয়া আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মৃতার  মা ইয়াসমিন  জানান, বিভিন্ন  মেলা/পার্টিতে যাইতো।

গতকাল রাতেও আমাকে ফোন দিয়ে বলে তোমার জন্য কি আনতে হবে তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি আজ সকালে ফোনে খবর পাই সে শান্তিনগরে  রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছে।

মৃতার বাবা আবুল কালাম জানান গত ২১/২/২০ ইং বিকা লে বাসা থেকে বের হয় বাসা থেকে বের হয়ে  যায়  আর ফিরে আসেনি ।

আজ সকালে ছয়টার দিকে স্থানীয়রা রাস্তায় পড়ে থাকলে তার পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে নাম্বার সংগ্রহ করে আমার নাম্বারে ফোন আসে ফোনের মাধ্যমে খবর পেয়ে আমরা শান্তিনগর পীর সাহেবের  গলিতে  অচেতন অবস্থায় পাই পরে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান সোনিয়ার স্বামী নাম ইসমাইল হোসেন মিঠুন দুই বছর ধরে তার সঙ্গে যোগাযোগ না থাকায় মেয়ে সোনিয়া ও তার এক কন্যা সন্তান ইসরাত মিথিলা (৪বছর) আমার কাছেই থাকে।

ঢামেকে  হাসপাতালে র পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক) বাচ্চু মিয়া জানান ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে ।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার আউশ পাড়া গ্রামের আবুল কালামের মেয়ে। 
বর্তমানে জিগাতলা ট্যানারি মোড় হাজারীবাগ পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। 

দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।


   আরও সংবাদ