ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ফেরিঘাট ও টার্মিনাল চার্জ মওকুফ করেছে সরকার


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ফেরিঘাট ও টার্মিনাল চার্জ মওকুফ করেছে সরকার

 

স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ফেরিঘাট ও টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটে প্রবেশ ফি মওকুফ করেছে সরকার।

 আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

তাতে বলা হয়েছে, আগামি ১৭ মার্চ, থেকে মুক্তিযোদ্ধাদের জন্য ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ ও  লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে সকল বীর মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধিন সকল ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ, সকল প্রকার লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তি আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।


   আরও সংবাদ