ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১


প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১

 

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র
গোলাগুলি, অস্ত্র ও গোলাবারুদসহ একজন আটক করেছে নিরাপত্তা বাহিনী।

রোববার বেলা ২ টায় খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ইউপিডিএফ (মূল) এর আনুমানিক ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নাশকতা মূলক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে জড়ো হয়।

খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে সুভাষ চাকমা (৩৩) নামের আহত এক সন্ত্রাসীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি শর্টগান, ২৩ রাউন্ড শর্টগানের গুলি, ২৪ রাউন্ড ৭.৬২ মিমি গুলি এবং একটি ম্যাগাজিন   উদ্ধার করা হয়।


   আরও সংবাদ