ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভোলায় তজুমদ্দিনে অচুত্যনন্দ ব্রহ্মচারী’র তিরোধান উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের ঢল


প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ভোলায় তজুমদ্দিনে অচুত্যনন্দ ব্রহ্মচারী’র তিরোধান উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের ঢল

 

ভোলা প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার তজুমদ্দিনে পাঁচদিন ব্যাপী শ্রী শ্রী অচুত্যনন্দ ব্রহ্মচারী’র ২১তম তিরোধান উৎসব শুরু হয়েছে। বুধবার উপজেলার চাঁদপুরের আড়ালিয়া মন্দির প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।

বৃহস্পতিবার রাতে স্থানীয় সাংসদ (ভোলা-৩) নুরুন্নবী চৌধুরী শাওন এমপি উৎসব স্থল পরিদর্শনে আসেন। অনুষ্ঠানস্থলে ঢোকার পথে পথে ফুল ছিটিয়ে উৎসব কমিটির পক্ষ থেকে সাংসদকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। এরপর তিনি অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ যে ধর্মীয় সম্প্রীতির রোল মডেল এই উৎসবই তা প্রমাণ করে।

এদিকে দক্ষিণাঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ এ উৎসবকে ঘিরে লাখো পুণ্যার্থীদের ঢল নামে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থী ও পুণ্যার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এই উৎসব ধীরে পাশাপাশি বসে গ্রামীণ মেলা। সেখানে বিভিন্ন জেলা থেকে আসা প্রায় শতাধিক স্টল রয়েছে।


   আরও সংবাদ