ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ওআইসির সদস্য রাষ্ট্রকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ


প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ওআইসির সদস্য রাষ্ট্রকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ

কূটনৈতিক প্রতিবেদক : ওআইসির সদস্য রাষ্ট্রকে জাতির পিতার জন্মশতবার্ষিকী স্মরণে আয়োজিত বছরব্যাপী মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার রাতে একটি পাঁচ তারকা হোটেল ওআইসির বিস্তৃত সংস্কারের জন্য দ্বিতীয় বুদ্ধিদীপ্ত অধিবেশনের সমাপনীতে যোগ দিয়ে আমন্ত্রণ জানান। ‌

ওআইসি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অধিবেশনে ওআইসির প্রতিনিধিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এবং ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে প্রথম ব্রেইনস্টর্মিং সেশনটি ২০১৮ সালে সৌদিআরবে জেদ্দায় অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ