ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জের পানিয়ায় লবণাক্ততামুক্ত পানির প্লান্ট উদ্বোধন


প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জের পানিয়ায় লবণাক্ততামুক্ত পানির প্লান্ট উদ্বোধন

 

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়ায় লবণাক্ততামুক্ত পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় পানিয়া খাজরা গ্রামে এ পানির প্লান্ট উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

পানির প্লান্ট উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজ্জামেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতউদ্দিন। এসম উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 


   আরও সংবাদ