ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

শহীদ দিবসে খালেদার সঙ্গে সাক্ষাৎতের অনুমতি মেলেনি স্বজনদের


প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


শহীদ দিবসে খালেদার সঙ্গে সাক্ষাৎতের অনুমতি মেলেনি স্বজনদের

 

স্টাফ রিপোর্টার : জাতীয় শহীদ দিবস মহান ২১ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান তার স্বজনরা। এজন্য খালেদা জিয়ার ভাই শামীম ইস্কেন্দার স্বাক্ষরিত একটি আবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য একটি তালিকা দিয়ে আবেদন পাঠানো হয়েছে এখনো অনুমতি দেওয়া হয়নি।

দেখা করতে চাওয়া স্বজনদের মধ্যে রয়েছেন-

১. শাফিন ইস্কেদার - ভাতিজা।
২. অরনী ইস্কেদার- ভাতিজা বৌ।
৩. অভিক ইস্কেদার - ভাতিজা।
৪. শাহরিয়া হক- ভাগিনা।
৫.  কানিজ ফাতিমা - ছোট ভাই বৌ।
৬.শামীম ইস্কেদার - ছোট ভাই।


   আরও সংবাদ