ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঘোড়াশাল নর্দান মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত


প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ঘোড়াশাল নর্দান মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত


বোরহান মেহেদীঃ নরসিংদীর ঘোড়াশাল নর্দান মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত।

 বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী সকালে পাস্টর মাইকেল সুভাষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন মেয়র আলহাজ্ব শরীফুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন নজরুল বিন মহসিন গার্লস স্কুল-কলেজের অধক্ষ মাহবুব কবির, কাউন্সিলার বিল্লাল হোসেন, সুরাইয়া মফিজ মহিলা কাউন্সিলার, নাজমুল হকসহ স্হানীয় ব্যাক্তিবর্গ, অবিভাবক ও কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র শরীফুল হক উপস্হিত ছাত্রছাত্রীদের উদ্যেশে তাঁর বক্তব্যে বলেন, তোমরা মন দিয়ে পড়াশুনা করে ভালো রেজাল্ট করবে। পাশাপাশি নিয়মিত খেলাধূলা চর্চা করবে, এতে তোমাদের শরীর ও মানসিকতা উর্বর গঠন হবে। মনে রাখবে তোমরা আগামি দিনের গর্বিত নাগরিক হয়ে দেশের নেতৃত্ব নিতে হবে। একদিন তোমাদেরকেই একজন শেখ মুজিবের আদর্শ বুকে লালন করে আদর্শিক নেতা হতে হবে।

 দেশরন্ত শেখ হাসিনা হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাই আজকে তোমাদের প্রথম মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে হবে।  আরো মনে রাখবে নিজেকে বড় জ্ঞানী গুণী হতে হলে শিক্ষিত হওয়ার বিকল্প নেই।


   আরও সংবাদ