ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অফিসগামী যুবক নিহত


প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অফিসগামী যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় শাহিন আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে নরসিংদী আরশি নগর এলাকার পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম রায়পুরা উপজেলার বীরগাঁও গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, সকালে আরশিনগর এলাকার রেললাইনের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলে অফিসে যাচ্ছিলেন শাহিন আলম। 

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


   আরও সংবাদ