প্রকাশ: ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : তুরস্কে সফররত বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সোমবার দেশটির সেনা ও নৌপ্রধান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ওই দেশের সেনাপ্রধান জেনারেল ইয়াছের গুলার এবং নৌপ্রধান এডমিরাল আদনান ওজভাল এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

তুরস্কের সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে নৌপ্রধান সেখানে নৌবাহিনী সদর দপ্তরে গিয়ে পৌঁছলে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সৌজন্য সাক্ষাতকালে দুই দেশের নৌপ্রধান বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যকার প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং সাইবার নিরাপত্তায় পারস্পারিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও তুরস্কের নৌপ্রধান ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সহায়তায় বাংলাদেশ তথা প্রধানমন্ত্রীর মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন।
বিকেলে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমির এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া নৌপ্রধান প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এসেলসান, রকেটসান, হ্যাভেলসান ও এসটিএমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।