ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভোলায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ভোলায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশার ধাক্কায় জিহাদ (১৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্যেরপোল এলাকার বাংলা পদ্মা মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এমরান আলীর ছেলে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মটরসাইকেল চালিয়ে ওই যুবক বোরহানউদ্দিন থেকে লালমোহনের দিকে যাচ্ছিলেন। 

এসময়, বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়।

পরে, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ অটোরিকশাচালক আটক করতে পারেনি।


   আরও সংবাদ