প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি: ভোলায় ইয়াবা সম্রাট সুপ্রিমসহ আরো ২ মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে পৌনে চারটার সময় পুর্ব ইলিশার ৫নং ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে তাদের আটক করে ইলিশা ফাঁড়ির পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ সুজন সিকদার। তিনি বলেন, সুনিদৃষ্ট তথ্যের উপর ভিত্তি করে আসামিদের আটক করি। আটক করার সময় আসামি সুপ্রিমের (২২) কাছ থেকে ১২ পিস ইয়াবা ও তার সহযোগী সিরাজ (৩২) মাহফুজ (২৫) এর কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করি।
উল্লেখ্য, ইয়াবা সম্রাট সুপ্রিম পুর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরওয়ারর্দী মাষ্টারের ছেলে। এরআগেও সে ইয়াবার বড় চালান ৬ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছিল।