প্রকাশ: ২২ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার পিস ইয়াবা নিয়ে এক নারীসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটককৃতরা হলেন- সাইফুল (২৮) ও মুন্নি (২৭)।
রোববার (২১ জুলাই) বিকেলে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৫ টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় সাইফুলকে।
তিনি সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে সেখানে আসেন মুন্নি। তাদের সঙ্গে কথা বললে পুলিশ সদস্যদের বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন। এরপর দুইজনকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সাইফুল তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে দেহ তল্লাশি করে সাইফুলের পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।
এছাড়া মুন্নির কাছ থেকে ৯৬ হাজার ৯ শ’ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মুন্নি মাদক কেনার জন্য টাকাগুলো নিয়ে এসেছিলেন বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।