ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

টেকনাফে রোহিঙ্গাদের উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


টেকনাফে রোহিঙ্গাদের উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য


টেকনাফ প্রতিনিধি : প্রকৃতপক্ষে পাঁচটা ছোট ছোট বোটে করে মোট ১৩৮ জন রোহিঙ্গা মালয়েশিয়ার উদ্দেশে রওনা করেছিল। পরে দালাল তাদেরকে এক্টা বোটে তুলে নেয় যেটি ভোরে ডুবে যায়।

মঙ্গলবার সকাল থেকে যে আরেক্টি নিখোজ বোটের কথা বলা হচ্ছিল, তা মুলত ওই ছোট ছোট বোটগুলোরই এক্টা ছিল।

কোস্ট গার্ড কর্তৃক  সর্বশেষ উদ্ধার ৭১ জন, যাদের পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় দেয়া হয়েছে। 

নিহত ১৫ জনকে টেকনাফে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিখোজ ৫২ জন যাদের জন্য নৌ বাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলছে। 

আর বোটে থাকা দুজন দালালকে কোস্ট গার্ড গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


   আরও সংবাদ