ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভোলার তজুমদ্দিনে জলদস্যুর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ভোলার তজুমদ্দিনে জলদস্যুর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার


ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পুলিশের হাতে আটক দস্যু সর্দারের স্বীকারোক্তি অনুযায়ী গভীর জঙ্গলের আস্তানা থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মেঘনার বাসনভাঙ্গা চরে পুলিশ এই অভিযান চালায়। গভীর জঙ্গলে এ অভিযান চালাতে অনেক বেগ পোহাতে হয় বলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য জানান।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে চরজহিরউদ্দিনের মেঘনায় ডাকাতিকালে জেলেদের গণধোলাইয়ের শিকার হয় দস্যু সর্দার শিপন শিকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপনের স্বীকারোক্তি মতে দেশে তৈরি একনলা একটি করে বন্দুক,  চাপাতি, বগি-দা, বাংলা-দা, বটি-দা, লোহার রড উদ্ধার করা হয়। সাথে আরো ছয় জলদস্যুকে আটক করা হয়।


   আরও সংবাদ