ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভোলার বোরহানউদ্দিনে ট্রাকচাপায় নিহত ১


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ভোলার বোরহানউদ্দিনে ট্রাকচাপায় নিহত ১


ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকচাপায় আলাউদ্দিন (৪০) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের হরিনা কুড়ালিয়া গ্রামের সৃজন আলীর ছেলে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু . এনামূল হক বলেন, মানিকার হাট বাজারের একটি হোটেলের কর্মচারী আলাউদ্দিন কাজ শেষে সোমবার দুপুর ১২ টার দিকে হেটে তার বাসায় যাচ্ছিলেন।

জামাল তালুকদারের বাসার সামনে গেলে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন মারা যান। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


   আরও সংবাদ