ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বোরহানউদ্দিন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলা আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার  মো. বশির গাজী'র সভাপতিত্বে সকাল ১১ টায় এ মাসিক সভা তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী বলেন, বোরহানউদ্দিন উপজেলার আইনশৃঙ্খলা ঠিক রাখা ও মাদক , বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া,  ভেজাল বিরোধী বিভিন্ন অভিযানসহ সকল বিষয়ে আলোচনা করা হয়। এবং জনপ্রতিনিধিরা যদি সহায়তা করেন তাহলে আমাদের অপরাধ দমনে সহজ হবে। তিনি আরো বলেন, কিছু যুবক বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দূর্ঘটনা বেড়ে গেছে, এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এ সভায় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ , বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ  মু. এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্যাহ, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: বশির উল্লাহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


   আরও সংবাদ