ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুল আহসান সেক্রেটারি হাসনাইন


প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুল আহসান সেক্রেটারি হাসনাইন

ভোলা প্রতিনিধিঃ ভোলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের ১৭ তম দ্বি-বার্ষিক সম্মেলন ০৭ ফেব্রুয়ারী রাতে সাগর মোহনা চরফ্যাশনের তাড়ুয়া দ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি কামরুল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দ্বি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল বাশার। বক্তব্য রাখেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ. বি. এম সিরাজুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক এম.এ আকরাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য মো. নুরুজ্জামান, মেজবাহ উদ্দিন সম্রাট, মো. মাইন উদ্দিন, উজ্জল হাওলাদার, সামছুদ্দিন রকেট, ফয়সাল আহমেদ, শহীদুল ইসলাম হাওলাদার, এস. এম. সোহেল, মো. হাসনাইন, মো. সোলায়মান, সোহাগ হাওলাদার, যুবায়ের সোহেল, এম. এইচ. মোর্শেদ, কাজী কামরুন নাহার শিলা, মো. শাহজাদা আকন, মো. তায়েফ তালুকদার, ফিরোজ মাহমুদ প্রমুখ।

সম্মেলন শেষে ২০২০-২০২১ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হন কামরুল আহসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. হাসনাইন। বোরহানউদ্দিন প্রেসক্লাবের ২৪ জন সদস্যের মধ্যে ১৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


   আরও সংবাদ