ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সিভিল সার্ভিসের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহবান : প্রতিমন্ত্রীর


প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সিভিল সার্ভিসের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহবান : প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার  : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সিভিল সার্ভিসের অধিক উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা আরো বৃদ্ধি করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। 

বুধবার রাতে সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) 7th International Conference on Public Administration and Development এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিভিল সার্ভিসের বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি আঞ্চলিক ফোরাম রয়েছে। এই ফোরামের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর সরকার ও সিভিল সার্ভিসের সদস্যরা বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছেন। এই অঞ্চলের দেশসমূহের সিভিল সার্ভিসের অধিক উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি করতে হবে।  

তিনি বলেন, বর্তমান যুগে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। চ্যালেঞ্জগুলো কোন নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং একটি সমস্যা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ সকল সমস্যা অনেক সময়েই সুশাসন ও উন্নয়নকে ব্যাহত করে। এ ধরনের সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও সংলাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের নিয়ে  এই আন্তর্জাতিক কনফারেন্সটি অত্যন্ত যুগোপযোগী একটি আয়োজন। 

ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন কারণে প্রতিটি দেশেই প্রশাসনিক সংস্কার প্রয়োজন হয়। এ ধরনের সংস্কারে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, তাদেরকে নিয়ে লোক প্রশাসন ও উন্নয়ন বিষয়ে এ ধরনের আয়োজন ফলপ্রসূ ভূমিকা পালন করবে। এখানে অংশগ্রহণকারী গবেষকদের আলোচনার ফলাফল ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারে সহায়ক ভূমিকা পালন করবে। 

বিপিএটিসি'র রেক্টর মো. রকিব হোসেনের সভাপতিত্বে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান, মালদ্বীপ সিভিল সার্ভিস কমিশনের প্রেসিডেন্ট আলী শামীম, এশিয়ান অ্যাসোসিয়েশন ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর প্রেসিডেন্ট প্রফেসর অ্যালেক্স বি. ব্রিলান্টেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৪ টি দেশের ৩৫ জন গবেষক ১২৫ টি গবেষণার বিষয়ে অংশগ্রহণ করেন।


   আরও সংবাদ