ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নরসিংদীতে প্রধানমন্ত্রীর প্রোটকল কর্মকর্তা খোরশেদ আলমের প্রকল্প পরিদর্শন


প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


নরসিংদীতে প্রধানমন্ত্রীর প্রোটকল কর্মকর্তা খোরশেদ আলমের প্রকল্প পরিদর্শন

নরসিংদী থেকে বোরহান মেহেদী : নরসিংদীর পলাশে ডাংগা ইউনিয়ন সান্তানপাড়া আবাসন প্রকল্প পরির্দশন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার প্রটোকল অফিসার জনাব খোরশেদ আলম। 

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে এসময় অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন নরসিংদী জেলার এডিসি মহোদয়, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহম্মেদ, পলাশ উপজেলা নির্বাহী  কর্মকর্তা ফারহানা আলী।

এসময় ডাংগা ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল হাই প্রজেক্ট নিয়ে সরোজমিনে বিস্তারিত তুলে ধরেন পরিদর্শন কালে অতিথি মহোদয় খোরশেদ আলম এর নিকট। আবাসন প্রকল্পের ১৩০ টি ঘরের ভাঙ্গা চালের টিন বাবদ বরাদ্ব,টিউবওয়েল সহ পুকুরের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্ব ও আবাসনের ঘোরস্হানে ৫ লক্ষটাকা ও ডাংগা-ঘোড়াশাল রাস্তায় রিপেয়ারিং কাজের জন্য আস্বস্হ্য করেন।

অনুষ্ঠানর আরো উপস্হিত ছিল পলাশ থানার ওসি তদন্ত হুমায়ুন আহম্মেদ, ঘোড়াশাল ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম, সান্তানপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি টিটু, ভিরিন্দা ওয়ার্ড সভাপতি মতিউর রহমান বিটাক, সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক নয়ন মেম্বার, বাদল মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।


   আরও সংবাদ