ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের নবীন বরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠিত


প্রকাশ: ২০ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের নবীন বরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তর, পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ (বিএমএআরপিসি) প্রাঙ্গণে ‘নন্দিত তারুণ্যে প্রদীপ্ত রউফিয়ান’ শীর্ষক ‘নবীনবরণ ও ট্যালেন্ট শো’ ২০১৯ আয়োজন করা হয়।

শনিবার (২০ জুলাই) সকালে পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে নবীনবরণ ও ট্যালেন্ট শো’ ২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের  মহাপরিচালক ও প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

নবীন বরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ লেঃ কর্নেল হাফেজ জোনায়েদ আহাম্মদ তার স্বাগত বক্তব্যের আগত অতিথিদের স্বাগত জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি’র মহাপরিচালক বলেন, সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার অঙ্গীকারে একাত্ম হতে হবে। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে কোন প্রকার গোড়ামিকে প্রশ্রয় দেবে না। মাদক পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে। তোমাদের বাবা মা অনেক আশা আকাংখা নিয়ে তোমাদেরকে লেখাপড়া করাচ্ছেন। তোমাদের মা বাবার আশা আকাংখার প্রতিফলন যাতে তোমাদের কর্মজীবনে হয় সেই ব্রত নিতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রউফ কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি ছাত্রছাত্রীদের সতর্ক করে বলেন, বিজিবিসহ যে-কোনো সরকারি চাকুরিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাই তোমাদের মাদক থেকে সব সময় দূরে থাকতে হবে। 

বিজিবির দুই বীরশ্রেষ্ঠের নামে পিলখানার দুইটি প্রতিষ্ঠানের নামকরণ বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। প্রধান অতিথি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), বিজিবি চিলড্রেন ক্লাব ও লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিসেস সোমা ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএফএম জাহাঙ্গীর আলম, বিজিবির কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ