ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জ থানা আধুনিক, মানবিক ও মডেল থানায় রূপান্তর করতে চাই: ওসি দেলোয়ার হুসেন


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জ থানা আধুনিক, মানবিক ও মডেল থানায় রূপান্তর করতে চাই: ওসি দেলোয়ার হুসেন


হাফিজুর রহমান শিমুলঃ মুজিব বর্ষের অঙ্গীকার থানা হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন জনসচেতনতায় বক্তব্যে রাখেন। সোমবার ( ৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ কালিগঞ্জ পোস্ট অফিসের সামনে এসএসসি পরীক্ষায় অপেক্ষারত অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 এসময় থানার ওসি বলেন- কালিগঞ্জ থানা হবে আধুনিক, মানবিক , সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের স্থান। তিনি এলাকার সকল মানুষকে শান্তিতে রাখার জন্য তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য থানায় আসার আহ্বান জানান। 
 
তিনি এলাকায় যুবসমাজ মাদক থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়ে বলেন বাল্যবিবাহ ইভটিজিং, মাদক প্রতিরোধসহ সার্বিক বিষয়ে থানা পুলিশকে অবহিত  করার আহ্বান জানান।


   আরও সংবাদ