ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কুড়িলে আগুন নিয়ন্ত্রণে


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কুড়িলে আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্কঃ রাজধানীর কুড়িলে একটি দোকানে লাগা আগুন নির্বাপণ হয়েছে। সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণ হয় ১১টা ৫৫ মিনিটে।

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসাইন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুড়িলে লেপ-তোষকের দোকানের আগুন নির্বাপণ হয়েছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।

এদিকে চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় একসঙ্গে পুড়েছে চারটি বস্তির কয়েকশ ঘর।


   আরও সংবাদ