ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীর শাহবাগে ড্রেন থেকে নাড়িরলাশ উদ্ধার


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীর শাহবাগে  ড্রেন থেকে নাড়িরলাশ উদ্ধার


স্টাফ রিপোর্টারঃ শনিবার (১ ফেব্রুয়ারি) গতকাল  সকাল    সোয়া১০ টায় শাহাবাগ থানা  পুলিশ  উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ।

শাহবাগ  থানার  (এসআই) উপ পরিদর্শক   মোঃ  আমিনুল ইসলাম  জানান  আমরা  গত শনিবার  খবর পেয়ে  কদম ফোয়ারার  পাসে একটি ড্রেন  ,থেকে    অজানা  হিসেবে  তাকে  উদ্ধার  করে  মর্গে পাঠাই  তার  শরীরের  বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । 

রোববার বিকালে মৃতার ভাই মহাসিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে লাস
সনাক্ত করেন।

মৃতার মহাসিন জানান গত ২৩|১ দুপরে গ্রামের  বাড়ি  থেকে বের হয়ে গেলে  আমরা তাঁকে  অনেক   খোঁজা খুঁজি করার  পরেও  আমরা  পাইনি  তাকে।

আজ আমরা পুলিশের  কাছে  থেকে  খবর  পেয়ে  আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  এসে  সনাক্ত  করি। পাঁচ বছর পূর্বে পারিবারিকভাবে এলাকাতে বিবাহ হলেও আড়াই বছর যাবত পারিবারিক ভাবে ডিভোর্স দেওয়া হয়েছিল তার স্বামীকে। তবে সে মানসিকভাবে একটু ভারসাম্যহীন ছিল।

নিহতের গ্রামের বাড়িগ্রামের বাড়ি   বরিশাল  জেলার  মুলাদী উপজেলার   চর লক্ষ্মীপুর   গ্রামের   হাফেজ  শাহ আলম  কাজীর  মেয়ে।
৬ভাই২ বোনের মধ্যে   ছোট ।

মামা  ইউনুস  উদ্দিন জানান   এলাকার   একটি  মাদ্রাসা   থেকে  ডিগ্রি  পাস  করে   বাড়ি তে  থাকতো , তার মাথায়    সমস্যা  ছিল  বলে  জানান ।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডাঃ প্রদীপ  বিশ্বাস ময়নাতদন্তের  শেষে  জানান,  আঘাতের  কারণে তার মৃত্যু  হয়েছে ।সে  ধর্ষণের  শিকার  হয়েছে  কি না  পরীক্ষাগার থেকে রিপোর্ট আসলে  জানানো জাবে।


   আরও সংবাদ