ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা

যশোর প্রতিনিধিঃ ‘সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ পালিত হয়েছে।

  এ উপলক্ষ্যে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার, মণিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ কামরুজ্জামান মুন্না প্রমুখ।


   আরও সংবাদ