ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ


স্টাফ রিপোর্টার :  ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।  হরতালের সমর্থনে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মিছিলটি কাওরান বাজার থেকে বাংলামটর পর্যন্ত এসে শেষ হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ,  সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কয়েকশত নেতাকর্মী। 

এসময় মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা "ভোট চোর ভোট চোর হাসিনা হাসিনা", "মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই","ছি ছি হাসিনা লজ্জায় বাচিনা", "গোপালগঞ্জের গোপালী আর কতকাল জালাবি " এসব স্লোগান দেন।


   আরও সংবাদ