ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

হরতালের সমর্থনে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


হরতালের সমর্থনে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফর প্রত্যাখ্যান করে রাজধানীতে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে অবস্থান করছেন দলটির নেতাকর্মীরা।

এ সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির নেতাকর্মীরা।

আজ সকালে গিয়ে রিজভীর পাশে দেখা যায় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরআগে ১ ফেব্রুয়ারি রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।


   আরও সংবাদ