ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালীগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কালীগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদী থেকে বোরহান মেহেদী : ১৫ লিটার চোলাই মদসহ জয় এলবিন নামক এক মাদক ব্যবসায়ীকে  আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৩১জানুয়ারী) দিবাগত রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের জয় রামবেড় গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত ওই চোলাই মদ ব্যবসায়ী জয় রামবেড় গ্রামের বাবুল জর্জ রোজারিও’র ছেলে। শনিবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ গাজীপুর আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।  

জানা যায়, কালীগঞ্জ থানার এস আই সুলতান উদ্দিন খানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয় রামবেড় এলাকা থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয় এলবিনকে আটক করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ইং ৩৬(১) এ টেবিল ২৪(খ) ধারায় একটি মাদক মামলা থানায় রুজু করা হয়। মামলা নং-০১/৩৩।


   আরও সংবাদ