ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভোট দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ভোট দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী


স্টাফ রিপোর্টারঃ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি আজ সকাল ১১ :০০ টায় রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁর নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন।
ভোট দিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পশ্নের উত্তর দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রিতিকর কিছু শুনিনি। আশা করি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

অপর এক প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোন ধরণের আশংকা নেই।

ভোট কেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে জয়ি করার জন্য ভোটারদের তিনি আহ্ববান জানান।

উল্লেখ্য রাজধানি উচ্চ ববিদ্যালয় কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন।


   আরও সংবাদ