ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঢাকার বিভাগের শ্রেষ্ঠ ইমাম বরকত উল্লাহ বিন আজাদী


প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ঢাকার বিভাগের শ্রেষ্ঠ ইমাম বরকত উল্লাহ বিন আজাদী

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক কার্যক্রমের শিক্ষক বরকত উল্লাহ বিন আজাদী ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। 

তিনি কাজিরচর গ্রামের মাওলানা মো. মফিজ উদ্দিন আজাদীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কাশেম মজুমদার। 

আজ (৩০ জানুয়ারী) ইসলামিক ফাউন্ডেশন ২০১৮-২০১৯  অর্থ বছরে ৯৪৩তম প্রশিক্ষণ আয়োজন করে। এ প্রশিক্ষণে ঢাকা বিভাগ থেকে ১০৫ জন ইমাম অংশ নেন। ৪৫ দিন প্রশিক্ষণ শেষে বরকত উল্লাহ বিন আজাদীকে নরসিংদী জেলা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইমাম ঘোষণা করা হয়।


   আরও সংবাদ