ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক নারী সহ পাঁচ জন ঢামেকে ভর্তি।


প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে  এক নারী সহ পাঁচ জন ঢামেকে ভর্তি।


নিউজ ডেস্কঃ জর্ডান থেকে আসা  নাসিমা আক্তার (২০) সায়েদাবাদ রেল গেইট বলাকা বাস কাউন্টারের সামনে বাস  থেকে অচেতন অবস্থায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার তা কে উদ্ধার করে বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

তার থেকে জানা যায়, বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছিল তিনি। 

অসুস্থ নাসিমা জানান, তিনি দু'বছর জর্ডান ছিল। আজ বাংলাদেশে আসেন, বিমানবন্দর থেকে বলাকা পরিবহন যোগে সায়েদাবাদ যাচ্ছিল। বাসে পাশের লোক থেকে তিনি জুস খেয়ে ছিল। 

তার কাছ নগদ চল্লিশ হাজার টাকা, দু'টি কানের দুল, দু'টি মোবাইল সহ সর্বশ্ব খুইয়ে ছেন। পুলিশের কর্মকর্তা বলেন, তৃপল নাইনের মাধ্যমে  সংবাদ পেয়ে সায়েদাবাদ রেল গেইট বলাকা কাউন্টার থেকে তাকে উদ্ধার করা হয়। তার পাসপোর্ট টি ছাড়া আর কিছু পাওয়া যায়নি। বি- বাড়িয়া উপজেলার চৌদ্দপুর গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে নাসিমা। 

এদিকে, রাজধানীর গুলিস্তান এলাকায় থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় সময়  পৃথক ভাবে আরও দু'জন কে অচেতন অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়। 

পল্টন থানার আহাদ পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক এএসআই সবুজ কান্তি দাস জিপিও ইমপেরিয়াল হোটেলের সামনে থেকে মোঃ মোশাররফ হোসেন (২৮)  নামে এক যুবক কে অচেতন অবস্থায়  উদ্ধার করা হয়েছে। তার কাছে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কিছুই পাওয়া যায়নি। আইডি কার্ড সুত্রে নাম ঠিকানা পাওয়া যায়। বরগুনা সদর জিপিকে সড়ক তার বাসা। তার বাবার নাম জয়নাল আবেদীন।  তার কি খোয়া গেছে তা জানাযায়নি। 

অপর দিকে, গুলিস্তান উৎসব পরিবহনের কাউন্টার থেকে গোলাম মোস্তফা (৪০) নামে রাজউক ভবন  শাখার নকশা সেকশনে কর্মচারীকে তার ছোট ভাই গোলাম রাব্বানী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার বাসা দক্ষিণ দক্ষিণখান হাজী ক্যাম্পের পাশে।

তিনি বলেন,  তার ভাই কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে আসার পথে বাসে হালুয়া খেয়েছিলেন। পরে লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতালে নিয়ে আসি। তার কাছে কি পরিমান টাকা ছিল তা জানতে পারেনি। তার বাবার নাম আফছার আলী।

অন্য দিকে, পল্টন থানার এসআই জসিম পল্টন এলাকা থেকে নুরে আমিন (৩৫) নামে একজন কে দুপুরে ভর্তি করান। এর বিস্তারিত জানাযায়নি। 

এর আগে বুধবার দিবাগত রাতে সিঙ্গাপুর থেকে আসা রাসেল (৩৫) নামে এক ব্যাক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে, অচেতন অবস্থায় টিকাটুলি মোড় থেকে।  সাইফুল  নামে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তার বাড়ী মুন্সিগঞ্জে বলে জানাগেছে। তার পাসপোর্ট ছাড়া কিছুই পাওয়া যায়নি।


   আরও সংবাদ