প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনিত হলেন কালিগঞ্জের জনপ্রিয় নেত্রী সাফিয়া পারভীন।
সে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষ্ণনগর ইউপি‘র বারবার নির্বাচিত চেয়ারম্যান কে.এম মোশারাফ হোসেন ও বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির কন্যা।
বুধবার (২৯ জানুয়ারী) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পাটির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ এর উপধারা মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনিত হয়েছেন। এর আগে তিনি কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সদস্য মনোনিত হয়েছিলেন।
সাফিয়া পারভীন কেন্দ্রীয় সদস্য মনোনিত হওয়ায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারী) বিকাল ৫ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তরে কেন্দ্রীয় নেত্রী সাফিয়া পারভীন সহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরন করেন ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।