প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে কৃষ্ণ চন্দ্র মন্ডল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত প্রাণ আরএফএল ফ্যাক্টরী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কৃষ্ণ চন্দ্র মন্ডল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভাগ গ্রামের টেনু মন্ডলের ছেলে। সে প্রাণ আরএফএল ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করতো।
বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির জানান, আজ সকালে মহানবীকে নিয়ে কটূক্তি করায় প্রাণ আরএফএল ফ্যাক্টরীতে কর্মরত অন্য শ্রমিকরা তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহানবীকে কটূক্তি করার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে।
ইচ্ছাকৃতভাবে মহানবীকে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় প্রাণ আরএফএল ফ্যাক্টরীতে কর্মরত জাকারীয়া নামে এক শ্রমিক বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।