প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
নাজিবুল্লাহ : ভোলা সদর হাসপাতালে "করোনা ভাইরাস" প্রতিরোধে প্রস্তুতি ও জনসচেতনতার অংশ হিসেবে খোলা হয়েছে আইসোলেশন ইউনিট।
সম্প্রতি প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সেই সঙ্গে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন প্রায় সাড়ে ছয় হাজার। দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন এ তথ্য জানিয়েছে।
করোনা ভাইরাস বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৭৮ জন। থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভারত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপরই খুব দ্রুততার সাথে বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস।