ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সুর্য্যতোরণ ক্লাব পদক প্রদান


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সুর্য্যতোরণ ক্লাব পদক প্রদান


নরসিংদী প্রতিনিধি  : নরসিংদীর পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলার পারুলিয়া মাঝের চর সুর্য্যতোরুণ ক্লাব নির্বাহী পরিচালক শরিফ ইকবাল রাসেল ক্রেস্ট হাতে তুলে দেন।

বুধবার (২৯ জানুয়ারী) সৈয়দ জাবেদ হোসেন জাবেদকে এই অসামান্য অবদানের জন্যে ক্লাব সম্মননা স্বারক ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন। 

পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজীয়র বরাত দিয়ে একটি সূত্র  জানান, শিক্ষা খাতে অবদানের জন্য জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯'র আওতায় ইতিমধ্যে এবছর তিনি নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 

পলাশের গনমানুষের প্রিয় ব্যাক্তিত্ব আলোকবর্তিকা শিক্ষাক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, তাঁর কৃতিত্বপূর্ণ এই অর্জণে সৈয়দ জাবেদ হোসেনকে বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান অফিস কক্ষে এক অনারম্ভর অনুষ্ঠানে পলাশবাসীর পক্ষে এ সম্মননা পদক প্রদানের মাধ্যমে তাঁকে সম্মানীত করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলি মুক্তা ছারাও ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ উপস্হিত ছিলেন।


   আরও সংবাদ