ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিকাশে প্রতারক চক্রের এক সদস্য গেফতার


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বিকাশে প্রতারক চক্রের এক সদস্য গেফতার


যশোর প্রতিনিধি : যশোর জেলার একটি টিম বিকাশ এর মাধ্যমে প্রতারণাকারী চক্রের সদস্য কাদের চৌধুরীকে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন হাটশ্রীকোল এলাকা থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করেছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সিআইডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তদন্তকারী কর্মকর্ত পুলিশ পরিদর্শক ময়েন উদ্দিন বিশ্বাস জানান, ধৃত আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। 

চক্রটি দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন মানুষের বিকাশ একাউন্ট থেকে প্রতারণর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার লক্ষ্যে মামলাটি তদন্তাধীন রয়েছে।


   আরও সংবাদ