প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর উন্নয়নে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পাঁচ রূপরেখা, ঢাকাকে নিশ্চদ্র নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে, পঞ্চয়েত ব্যবস্থা কার্যকর করবো, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হবে না বলেন তাপস
আজ বুধবার (২৯ জানয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 'ঐতিহ্যের-সুন্দর-সচল-সুশাসিত ও উন্নত ঢাকা'র পথে পথচলায়' ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী ইশতেহারে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, পুরান ঢাকার ঐতিহ্য বজায় রাখা, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীর রক্ষা, যানযট নিরসনের মাধ্যমে সচল ঢাকা, সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করে সুশাসিত ঢাকা গড়া এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্য উন্নত ঢাকা গড়তে বিশেষজ্ঞদের সমন্বয়ে ৩০ বছরব্যাপী মহাপরিকল্পনা গ্রহণ করবো। তবে কাজগুলো দীর্ঘ মেয়াদি, সল্প ও মধ্য মেয়াদিতে ভাগ করবো।
তিনি আরও বলেন, ফুরটপাত দখলমুক্ত করে সুশাসিত ঢাকা। ২৪ ঘন্টা নাগরিকদের জন্য থাকবে নগরভবন খোলা। মশক নধনে কার্যকর পদক্ষেপ গ্রহন করবো। যাতে কোনোদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা না যান। পরিবার পরিকল্পনা বিষয়টি গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেবো।
তাপস বলেন, অগ্নিনির্বাপকের জন্য প্রয়োজনে নিজস্ব দমকল বাহিনীর গড়ে তোলা হবে। সিটি করপোরেশন কোনো রাস্তা সংস্কার কারার পর তিন বছরের মধ্যে অন্য কোনো সংস্থা কাজ করতে পারবেনা। নগর ভবনের বসার পর ৯০দিনের মধ্যে নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান করা হবে। নতুন যুক্ত ওয়ার্ডগুলোকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে। করসমূহ প্রযুক্তির মাধ্যমে সহজ করবে। উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবো।
মেয়র খোকনের যেসব অসমাপ্ত কাজগুলো থাকবে নির্বাচিত হলে সে কাজগুলো শেষ করবো। কোনো হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হবে না। কারণ ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে সিটি করপোরেশন নিজের টাকা দিয়ে চলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জয়নাল হাজারী, মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ শামস পরশ প্রমুখ।