ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় কৃষক‌কে অপহর‌ণের অ‌ভি‌যোগ


প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় কৃষক‌কে অপহর‌ণের অ‌ভি‌যোগ

চৌগাছা (য‌শোর) প্র‌তি‌নি‌ধি : য‌শো‌রের চৌগাছায় আশরাফুল ইসলাম (৬০) না‌মে এক কৃষককে  অপহর‌নের অ‌ভি‌যোগ করা হ‌য়ে‌ছে। 

তি‌নি উপ‌জেলার নারায়ণপুর ইউ‌নিয়‌নের চাঁদপাড়া গ্রা‌মের মৃত ফ‌কির চাঁদ মন্ড‌লের ছে‌লে। এ ঘটনায় আশরাফুল ইসলা‌মের ছে‌লে মে‌হেদী হাসান সোহাগ চৌগাছা থানায় সাধারন ডা‌য়েরী ক‌রে‌ছেন। যার নং ১১১৫ তা‌রিখ ২৮/১/২০২০।

জানা যায় আশরাফুল ইসলাম সোমবার সন্ধ্যায় চৌগাছা ম‌হেশপুর সড়‌কের ঝাউতলা বাজা‌রে আ‌শি‌কের চা‌য়ের দোকা‌নে চা পান কর‌ছিলেন। এমনসময় তার মোবাইলে একটা কল আস‌লে তি‌নি সাই‌কেল‌যো‌গে চাঁদপাড়া বাজা‌রের উ‌দ্দে‌শে  রওনা হ‌য়ে যান। প‌থিম‌ধ্যে তি‌নি মোল্যা ব্রিক‌সের সাম‌নে পৌঁছা‌লে এক‌টি মাই‌ক্রোবা‌সে তা‌কে জোরপূর্বক উ‌ঠি‌য়ে নি‌য়ে ম‌হেশপু‌রের দি‌কে চ‌লে যায়। 

প্রত্যক্ষদর্শী একজন জানান, তি‌নি মাই‌ক্রোবা‌সে উঠ‌তে চা‌চ্ছি‌লেন না তা‌কে জোরপূর্বক উ‌ঠি‌য়ে নেয়া হয়। 

আশরাফুল ইসলা‌মের ছে‌লে ‌মে‌হেদী হাসান সোহাগ ব‌লেন, আমা‌দের তো কা‌রো সা‌থে শত্রুতা  নেই , কারা আমার বাবা‌কে অপহরণ ক‌রে‌ছে  বুঝ‌তে পার‌ছি না। 

চাঁদপাড়া গ্রা‌মের বা‌সিন্দা নারায়ণপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান জয়নাল আ‌বেদীন মুকুল ব‌লেন আশরাফুল‌কে গতরাত থে‌কে পাওয়া যা‌চ্ছে না তা‌কে নি‌য়ে খুবই দু:‌শ্চিন্তায় আ‌ছি। নাম প্রকা‌শ না শ‌র্তে চাঁদপাড়া গ্রা‌মের বেশ ক‌য়েকজন জানান আশরাফুল ইসলা‌মের অ‌নেক মানু‌ষের টাকার লেন‌দেন আ‌ছে।


   আরও সংবাদ