ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি পরিবর্ত দাবীতে কর্মবিরতি


প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরে ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি পরিবর্ত দাবীতে কর্মবিরতি

মণিরামপুর যশোর থেকে আব্বাস উদ্দিন : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) মণিরামপুর উপজেলা শাখার ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণেরদাবীতে গত ২০ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালন করেছে। 

সোমবার (২৭ জানুযারি) মণিরামপুর উপজেলা চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি পালন করেন। 

এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আতিয়ার রহমান,  সিএ সন্তোষ কুমার কর্মকার, অফিস সহকারী ফয়সাল ইমাম, ফাহিম হোসেন, ইকরামুল হোসেন, সাইফুল ইসলাম,শাহীন আলম, আবুল কালাম, শাহাজান আলী, মোসলেম আলী, রেজাউল ইসলাম প্রমুখ। 


   আরও সংবাদ