ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় আরএফএলের সেরা ডিলার নাজমুলের গোল্ড মেডেল লাভ


প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় আরএফএলের সেরা ডিলার নাজমুলের গোল্ড মেডেল লাভ

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার আরএফএল ডিলার নাজমুল হাসান খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের ডিলারদের মধ্যে আরএফএলের পণ্য বিক্রয়ে উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করায় তাকে গোল্ড মেডেল প্রদান ও বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া হয়েছে।

গত ২৫ জানুয়ারী ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে গোল্ড মেডেল ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় আরএফএলএর ব্যবস্থাপনা পরিচালক মিঃ আর এন পল, এজিএম সাদেকুর রহমান, এসএম মুজাফ্ফর, চিত্রনায়িকা পূর্ণিমা, মাহী, শিল্পি আসিফ, এম আর টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

চৌগাছার আরএফএল ডিলার নাজমুল হাসান শহরের মেসার্স ভাইভাই স্যানিটারীর সত্বাধিকারী বদর উদ্দিনের একমাত্র পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শহরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন।


   আরও সংবাদ