প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গর্ভবতী নারী ও অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভের শিশুর লিঙ্গ পরীক্ষা ও প্রকাশ বন্ধে রিট দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অাইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ১ ডিসেম্বর গর্ভবতী নারী ও অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে শিশুর লিঙ্গ পরীক্ষা ও প্রকাশ না করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে তিন দিনের মধ্যে সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক, ক্লিনিক কর্তৃপক্ষকে গর্ভের শশির লিঙ্গ প্রকাশ বন্ধ করতে নির্দেশনা জারি করতে বলা হয়।
নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়েছে বলে জানান ইশরাত।