প্রকাশ: ৬ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ভাই জিএম কাদের।
তিনি বলেন, তার (এরশাদ) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে ডাক্তারদের ভাষ্য অনুযায়ী- তিনি ডাক্তারদের হাত ধরে হাঁটছেন। তবে হাত ছেড়ে দিলেই তিনি পড়ে যাবেন। তিনি যতক্ষণ না পর্যন্ত একা হাঁটতে পারছেন ততক্ষণ পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন।
আজ শনিবার দুপুরে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।
জিএম কাদের বলেন, ডাক্তাররা আশা করছেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আরো দুই-তিন দিনের ভেতরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক হয়ে যেতে পারেন বলে জানিয়েছেন ডাক্তাররা।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ওনার এখন সবচেয়ে বেশি দরকার আল্লাহর রহমত। আপনারা দোয়া করবেন তার জন্য। এছাড়া শুক্রবার সারাদেশের বিভিন্ন মহল্লায় ও মসজিদে যারা তার জন্য দোয়া প্রার্থনা করেছেন আমি ব্যক্তিগতভাবে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
জিএম কাদের আরও বলেন, এর আগে শুক্রবার আমরা জানিয়েছিলাম, তার জন্য ‘বি পজেটিভ’ রক্তের প্রয়োজন। তখন বিভিন্ন মাধ্যমে খবরটি জেনে হাজারো মানুষ রক্ত দিতে ইচ্ছা পোষণ করেন। আমি নিজে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির (এএফআইপি) ব্লাড ব্যাংকে গিয়ে দেখি শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন। শুক্রবার পর্যন্ত তাকে সর্বমোট ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার আগে ২৪ ঘণ্টায় আট ব্যাগ রক্ত দেওয়া হয় বিভিন্ন কারণে।
গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।