ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানী‌তে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানী‌তে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চা‌লি‌য়ে ডাকাত দ‌লের পাঁচ সদস‌্যকে আটক ক‌রে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গােয়েন্দা (পূর্ব) বিভাগের একটি টিম। 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হ‌লো- সুজন শেখ, মােস্তাফিজুর রহমান, মানিক, ইমন, লিটন সরদার ও রমজান হােসেন। এসময় তাদের কাছ ‌থে‌কে ২ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, ৩ টি বড় ধারালাে চাপাতি ও ৭ টি মােটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডি‌সি মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জা‌নি‌য়ে‌ছে, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য । আগ্নেয়ায় ও ধারালাে অস্ত্র ব্যবহার করে এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শাে- রুমে ডাকাতি করে।

এছাড়াও তারা রাতে মােটরসাইকেলে চলাচলকারী ব্যক্তিদের আটকিয়ে তাদের কছে থে‌কে মূল্যবান জিনিসপত্র ও টাকাসহ মােটরসাইকেল নিয়ে যায়।
 
ডিএম‌পির মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেসন্স বিভা‌গের ডি‌সি মাসুদুর রহমান ব‌লেন, গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।


   আরও সংবাদ