ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রজতজয়ন্তীর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রজতজয়ন্তীর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

সিলেট গোয়াইনঘাট থেকে রফিক সরকার : সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ।


শনিবার (২৫ জানুয়ারী) সকালে গোয়াইনঘাট সরকারি কলেজের মাঠে বেলুন উড়িয়ে রতজজয়ন্তীর শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্ধ।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ,  শামীমা আক্তার খানম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, সিনিয়র এএসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান লেবু প্রমুখ।


   আরও সংবাদ