ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

আজ বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে স্বজনেরা!


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


আজ বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে স্বজনেরা!

নিউজ ডেস্ক: দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার স্বজনরা আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন। এই হাসপাতালেই খালেদা জিয়া চিকিৎসাধীন।
 
২৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার স্বজনরা শুক্রবার বিকেল ৩টায় বিএসএমএমইউতে যাবেন। স্বজনদের মধ্যে খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম থাকবেন। এছাড়া খালেদা জিয়ার ভাই ও বোনের নাতনিসহ পরিবারের সদস্যরাও শুক্রবার তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি বিএসএমএমইউতে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার স্বজনরা।


   আরও সংবাদ