ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভোলার সড়ককে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় আনন্দ মিছিল


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ভোলার সড়ককে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় আনন্দ মিছিল

ভোলা থেকে নাজিবুল্লাহ : ভোলা জেলার ইলিশা টু চরফ্যাশন বাবুর হাট পর্যন্ত  প্রধান সড়ককে ৬ লেনে উন্নিত করতে একনেকে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

ভোলা ইলিশা থেকে চরফ্যাশননবাবুর হাট পর্যন্ত ১৩০ কিলোমিটার সড়কের উন্নয়ন হবে। 

মিছিল শেষে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিব, আ'লীগ নেতা সামছুদ্দিন মিয়া প্রমুখ।


   আরও সংবাদ