ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইসমাত আরা সাদেকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক


প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ইসমাত আরা সাদেকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : যশোর-৬ আসনের সাংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ইকুয়েডরের রাজধানী কুইটোতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ইসমাত আরা সাদেক অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব ও উন্নত হৃদয়ের অধিকারী ছিলেন। তাঁর অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। ড. মোমেন বলেন, ইসমাত আরা সাদেক পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। ইসমাত আরা সাদেক ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ট আত্মীয়।


   আরও সংবাদ