ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিন উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার


প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বোরহানউদ্দিন উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার

বোরহানউদ্দিন ভোলা থেকে নাজিবুল্লাহ : ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভোলা জেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়। উল্লেখ্য গত ৯ তারিখ বোরহানউদ্দিন উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খানকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে আরো ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গত বুধবার দিবাগত রাত পৌনে এক টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই হেমায়েত উদ্দিন ও এসআই মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামের মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে এদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


   আরও সংবাদ