ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

গোয়াইনঘাটে পরোয়ানাভূক্ত আসামিকে আটক


প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


গোয়াইনঘাটে পরোয়ানাভূক্ত আসামিকে আটক

সিলেট গোয়াইনঘাট থেকে রফিক : গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে এক গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামিকে আটক করা হয়েছে। শনিবার সন্ধায় সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই খালেদ আহমদ তাকে গ্রেফতার করেন। আটক ব্যক্তি উপজেলার বীরকুলি গ্রামের মনফর আলীর পূত্র নাসির উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই খালেদ আহমদ অভিযান চালিয়ে ৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীকে আটক করেন। থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন মহোদয়ের দিক নির্দেশনায় এবং থানার ওসি আব্দুল আহাদের সার্বিক তত্বাবধানে থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে গত কয়েক দিনে বিভিন্ন মামলার আসামিদের আটক করতে সক্ষম হয়েছে।


   আরও সংবাদ